Thikana News
১৯ জুন ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

জীবনের নতুন ইনিংস শুরু, ছোটবেলার বন্ধুকেই বিয়ে করছেন কুলদীপ

জীবনের নতুন ইনিংস শুরু, ছোটবেলার বন্ধুকেই বিয়ে করছেন কুলদীপ ছবি : সংগৃহীত



 
সামনে লম্বা সফর। ইংল্যান্ড যাবার আগে আইপিএলের পর খানিকটা ফুরসত মিলেছে। এই সময়টিকেই কাজে লাগালেন কুলদীপ যাদব। ছোটবেলার বন্ধুর সঙ্গে সেরে নিলেন বাগদান। ভারতের তারকা স্পিনারের হবু স্ত্রীর নাম বহ্নিশিখা।

দেশটির লখনউয়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ হয়েছে অনুষ্ঠান। বহ্নিশিখা কানপুরের মেয়ে। তার বাবা কাজ করেন বিমা কোম্পানিতে। ছেলেবেলার বন্ধুত্বই এবার পরিণতি পাচ্ছে বিয়েতে। 

যদিও কুলদীপ ও বহ্নিশিখা তাঁদের বাগদানের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। ভারতের একাধিক মিডিয়া জানিয়েছে, কুলদীপের বিয়ে হবে ভারতের ইংল্যান্ড সফরের পরই। 

২০২৫ সালের আইপিএলে কুলদীপ ১৪টি ম্যাচ, চায়নাম্যান তুলে নেন ১৫টি উইকেট। দিল্লি অবশ্য এবার লিগ টেবিলের পঞ্চম স্থানে শেষ করেছে। ভারতের ইংল্যান্ড সফরের যে দল ঘোষণা করা হয়েছে, সেই দলে জায়গা পেয়েছেন কুলদীপ। ইংলিশদের মাটিতে তার খেলার সম্ভাবনাও জোরাল।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স