Thikana News
১৯ জুন ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

নিউইয়র্কসহ ১০ সিটি মাতাতে আসছেন বাপ্পা মজুমদার

নিউইয়র্কসহ ১০ সিটি মাতাতে আসছেন বাপ্পা মজুমদার ছবি: সংগৃহীত



 
কিছুদিন আগেই কানাডা মাতিয়ে গেছেন বাপ্পা মজুমদার। এবার পালা আমেরিকা সফরের। টানা ৯ বছর পর ফের গানে গানে মর্কিন-মুলুক মাতাবেন এই গায়ক। সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হবে বাপ্পার এই ট্যুর। যেখানে দেশটির অন্তত ১০টি শহরে গান শোনাবেন তিনি। যার মধ্যে রয়েছে- নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগো, লসঅ্যাঞ্জেলেস প্রভৃতি।
বাপ্পা মজুমদারের এই ট্যুরের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আয়রন ক্লাউড। প্রতিষ্ঠানটির কর্ণধার ফায়সাল জাহেদ বলেন, ‘বাপ্পা মজুমদার বাংলাদেশের অত্যন্ত গুণী এবং জনপ্রিয় একজন শিল্পী। সংগীতে তার এখন গোল্ডেন এজ চলছে। সারাবিশ্বেই বাংলা ভাষাভাষীদের কাছে তার আলাদা মর্যাদা রয়েছে। অনেক বছর তিনি যুক্তরাষ্ট্রে আসেননি। কিন্তু এখানকার শ্রোতারা তার গান শুনতে ও পারফরম্যান্স দেখতে উদগ্রীব হয়ে আছে। সেই দিকটা বিবেচনা করে আমরা এই ট্যুরের আয়োজন করতে যাচ্ছি। এই আয়োজনকে সফল করার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।’
এদিকে বাপ্পা মজুমদার জানিয়েছেন, এই ট্যুরের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে তার কথা চূড়ান্ত হয়ে আছে। এখন বিস্তারিত শিডিউল তৈরিসহ অন্যান্য কাজ চলছে। তিনি প্রত্যাশা করছেন এই ট্যুরটি স্মরণীয় হবে এবং যুক্তরাষ্ট্র প্রবাসীদের সঙ্গে তার সংগীতীয় সম্পর্ক আরো জোরালো করবে।
এবারের ট্যুরে বাপ্পা মজুমদারের সফরসঙ্গী হচ্ছেন তার ব্যান্ড ‘দলছুট’ সদস্যরাও। দলটির বর্তমান লাইনআপে রয়েছেন- বাপ্পা মজুমদার (ভোকাল), মাসুম ওয়াহিদুর রহমান (গিটার), জন শার্টন (বেজ গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড) এবং শাহান কবন্ধ (ম্যানেজার)।
সর্বশেষ বাপ্পা মজুমদার যুক্তরাষ্ট্রে গান শুনিয়েছিলেন ২০১৬ সালে।
 

কমেন্ট বক্স