Thikana News
১৪ জুন ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৪ জুন ২০২৫

নতুন গান নিয়ে ফিরছে ব্ল্যাকপিংক

নতুন গান নিয়ে ফিরছে ব্ল্যাকপিংক সংগৃহীত



 
আড়াই বছরের বেশি সময় পর নতুন গান নিয়ে ফিরছে দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের দল ‘ব্ল্যাকপিংক’। রোজ, জেনি কিম, লিসা, জিসু কিমকে এবার একসঙ্গে পাওয়া যাবে বলে জানিয়েছে তাদের এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট। গত কয়েক বছরে দলের সদস্যরা একক গান গেয়েছেন, কেউ কেউ অভিনয়েও মনোযোগী হয়েছেন। কিন্তু একসঙ্গে গান বাঁধেননি তারা।

দ্য কোরিয়া টাইমস লিখেছে, ওয়াইজি এজেন্সির প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রযোজক ইয়াং হিউন-সুক একটি ভিডিও বার্তায় বলেন, “আমরা খুব শিগগিরই ব্ল্যাকপিংকের নতুন গানের খবর ঘোষণা করতে পারব।”
তবে গান প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ তিনি ঘোষণা করেননি।

২০২২ সালের সেপ্টেম্বরে প্রকাশ পায় এই দলের দ্বিতীয় অ্যালবাম ‘বর্ন পিংক’।এর বাইরে কেবল একটি ভিডিও গেইমের জন্য তৈরি ‘দ্য গার্লস’ গানটি প্রকাশ পেয়েছিল।

নতুন গান প্রকাশের পাশাপাশি গত ফেব্রুয়ারিতে দলটি ঘোষণা দিয়েছিল চলতি বছরে গান নিয়ে ‘ডেডলাইন’ শিরোনামে বিশ্বভ্রমণে বের হবে তারা। এর উদ্বোধনী দুইটি শো হবে আগামী ৫ ও ৬ জুলাই দক্ষিণ কোরিয়ার গোইয়াং শহরে।

ভিডিও বার্তায় ইয়াং হিউন-সুক বলেন, চলতি বছরে একাধিক নতুন শিল্পীকে পাবেন দর্শক শ্রোতারা। এর মধ্যে রয়েছে চার সদস্যের একটি গার্ল গ্রুপ ও একটি বয় গ্রুপ। 

মেয়েদের মিউজিক গ্রুপ ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালের ৮ অগাস্ট। ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’।

তখনই বিলবোর্ড চার্টে শুরু হয়ে যায় তোলপাড়। এক মাসেরও কম সময়ের মধ্যে অ্যালবামটির ১০ লাখের বেশি কপি বিক্রি হয়। বিলবোর্ডের টপচার্টে শীর্ষস্থান দখল করে নেয় অ্যালবামটি। এরপর ২০১৮ সালের শুরুতে আন্তর্জাতিকভাবে নজরে আসে ব্ল্যাকপিংক। ব্রিটিশ শিল্পী ডুয়া লিপার সঙ্গে ব্যান্ডের গাওয়া ‘কিস অ্যান্ড মেকআপ’ গানটি সে বছর সাড়া ফেলে।

২০২২ সালে ‘বর্ন পিংক’ অ্যালবামের ‘পিংক ভেনম’ শিরোনামের গানটি নতুন করে আলোচনায় আনে দলটিকে।

তাদের সর্বশেষ সাফল্য হল যুক্তরাজ্যের চার্টে শীর্ষস্থান দখল করা। এ দলের পাঁচটি মিউজিক ভিডিও ইউটিউবে ১০০ কোটি বার দেখা হয়েছে। ৮ কোটির বেশি সাবক্রাইবার রয়েছে তাদের।

ব্ল্যাকপিংকের দুনিয়াজোড়া খ্যাতির পেছনে দলের সব সদস্যের জন্মস্থানের বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে দেখা হয়। যেমন রোজের জন্ম নিউ জিল্যান্ডে আর বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়, তার মূল নাম রোজেন চেইয়ং। জেনি কিমের জন্ম দক্ষিণ কোরিয়ায় হলেও এই গায়িকা বড় হয়েছেন নিউ জিল্যান্ডে।

আর দলের নৃত্যশিল্পী লিসা থাইল্যান্ডের, তার আসল নাম লালিসা মনোবাল। জিসু কিম হলেন একমাত্র সদস্য, যার জন্ম এবং বেড় ওঠা সবই দক্ষিণ কোরিয়ায়। ভিন্নধর্মী গায়কী ও নাচের তালে মাত্র কয়েক বছরেই তরুণ শ্রোতাহৃদয়ে জায়গা করে নিয়েছে ব্ল্যাকপিংক। ইউরোপ থেকে এশিয়া, গানের উন্মাদনায় শ্রোতাদের বুঁদ করে রেখেছে জনপ্রিয় কে-পপ ব্যান্ডটি।

২০২২ সালে টাইম ম্যাগাজিনের ‘এন্টারটেইনার অফ দ্য ইয়ার’ হয় কোরিয়ান পপের এই ব্যান্ড দল। ব্ল্যাকপিংকের ভক্তদের বলা হয় ‘ব্লিংক’।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স