ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি কিছু ডিভাইসে অনুমতি ছাড়াই মানুষের কথা শুনছে এমন অভিযোগে আদালতে দায়ের করা মামলার নিষ্পত্তির জন্য ৯ কোটি ৫০ লাখ ডলার দিতে রাজি হয়েছে অ্যাপল।
মার্কিন টেক জায়ান্টটির বিরুদ্ধে সিরি’র মাধ্যমে গ্রাহকদের ওপর আড়ি পাতার অভিযোগ ওঠে। মামলার দাবিদাররা অভিযোগ করেছেন, সিরি’র মাধ্যমে বিভিন্ন ভয়েস রেকর্ডিং বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শেয়ার করছে অ্যাপল।
এ মামলায় কোনও ভুল স্বীকার করেনি অ্যাপল। তবে, এ নিয়ে বিবিসির মন্তব্যের অনুরোধেও সাড়াও দেয়নি কোম্পানিটি।
মামলার প্রাথমিক নিষ্পত্তিতে অভিযোগ অস্বীকার করে অ্যাপল বলছে, ‘ব্যবহারকারীদের তথ্য রেকর্ড, তৃতীয় পক্ষের কাছে তা প্রকাশ বা মুছে ফেলতে না পারার কারণ কেবল সিরি অ্যাক্টিভেশন-এর ফলাফল। এটি চালু থাকার কারণে রেকর্ড হয়েছে ব্যবহারকারীদের কথোপকথন।
অ্যাপলের আইনজীবীরা বলেছেন, “আমরা নিশ্চিত করবো, ২০১৯ সালের অক্টোবরের আগে অ্যাপলের সংগৃহিত সিরির অডিও রেকর্ডিং স্থায়ীভাবে মুছে ফেলেছে কোম্পানিটি।”
মামলার দাবিদাররা বলছেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে জাগাতে ‘হেই, সিরি’ শব্দগুচ্ছ ব্যবহার না করেই অনিচ্ছাকৃতভাবে সিরিকে সক্রিয় করেছেন এমন ব্যক্তিদের তথ্য রেকর্ড করেছে প্রযুক্তি কোম্পানিটি।
এ মামলার প্রধান বাদী ফুমিকো লোপেজের দাবি, তিনি ও তার মেয়ে উভয়ের তথ্যই সম্মতি ছাড়া রেকর্ড করেছিল অ্যাপল। তাদের অভিযোগ, ‘এয়ার জর্ডান’সহ বিভিন্ন পণ্য নিয়ে কথা বলার পর থেকে তাদের কাছে টার্গেটেড বিজ্ঞাপন আসতে শুরু করে।
এ ‘ক্লাস অ্যাকশন’ মামলায় যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার আদালতে ১৪ ফেব্রুয়ারি রায় দেওয়ার প্রস্তাব করেছে অ্যাপল। এ মামলার দাবিদাররা সফল হলে জিতে নেওয়া অর্থ তাদের মধ্যে ভাগাভাগি হবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
আদালতের নথি বলছে, ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রত্যেক দাবিদার যাদের ডিভাইসে সিরি সক্রিয় রয়েছে তাদেরকে ২০ ডলার পর্যন্ত অর্থ দিতে হবে অ্যাপলকে।
বিবিসির প্রতিবেদন বলছে, এ মামলা আদালতের বাইরে নিষ্পত্তি করার মাধ্যমে অ্যাপল কেবল অন্যায়কে অস্বীকারই করেনি বরং আদালতের মুখোমুখি হওয়ার ঝুঁকিও এড়িয়ে গেছে, যার জন্য সম্ভবত অনেক মোটা অংকের অর্থ দিতে হত অ্যাপলকে।
২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ৯ হাজার চারশ ৯০ কোটি ডলার আয় করেছে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক কোম্পানিটি। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি ‘ক্লাস অ্যাকশন’ মামলায়ও জড়িয়েছে অ্যাপল।
ঠিকানা/এসআর