Thikana News
১৩ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

শুভ নববর্ষ

শুভ নববর্ষ
সকলেরই জানা ভাই
বর্ষটা খ্রিষ্টীয়
সবকিছু আলাদাই
সংস্কৃতি কৃষ্টিও

তবু চলি মিলেমিশে
নেই কিছু বারণও
সম্প্রীতি নিয়ে করি
সংস্কৃতি ধারণও

আমাদের সরলতা
তাদেরকে পাতে দেই
ওদের যা ভালো কিছু
আমরাও সাথে নেই

দেয়া নেয়া চলবেই
স্বকীয়তা টিকিয়ে
লেনদেনে দেই না তো
সংস্কৃতি বিকিয়ে

দু’ জাতির উৎসবে
প্রয়োজন কী জেদের
জানুয়ারি বৈশাখ
দুইটাই নিজেদের

আমাদের ফতুয়া
ওনাদের নেক-টাই
জানুয়ারি শুরু হলে
উৎসব একটাই

সচ্ছল মানুষের
মান হোক ধন হোক
আকাশের সাগরের
মতো বড় মন হোক

জিতে যাক সম্প্রীতি
ঝলমলে আলো থাক
জাতপাত সকলেই
মিলেমিশে ভালো থঠশ

 

কমেন্ট বক্স