চ্যাম্পিয়নস ট্রফির আসর যতই সামনের দিকে এগোচ্ছে; অনিশ্চয়তা ততোই বাড়ছে। সবশেষ গত ৭ ডিসেম্বর বৈঠকে চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি থমকে যায় ভারতের অনাপত্তিতে। এই অবস্থায় টুর্নামেন্ট নিয়ে শঙ্কা আরও বাড়ছে।
শঙ্কা দূর করতে পারত পাকিস্তান। তবে তারাও নিজেদের সিদ্ধান্তে অনড়। নিজেদের মাটিতেই সম্পূর্ণ আসর আয়োজন করতে চায় পিসিবি। আর পিসিবির এই সিদ্ধান্তে মত আছে দেশটির সরকার প্রধান শাহবাজ শরিফের। চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের বিপক্ষে দ্বন্দ্বে পিসিবিকে সমর্থন দিয়েছেন তিনি।
পিসিবি সভাপতি মহসিন নাকভি প্রধানমন্ত্রীর সামনে আয়োজনের অগ্রগতি তুলে ধরার পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, বোর্ডের পদক্ষেপে সায় আছে তার সরকারের।
পিসিবি সভাপতিকে সমর্থন জানিয়ে শাহবাজ বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আপনার অবস্থান প্রত্যেক পাকিস্তানির চাওয়ার প্রতিধ্বনি। পাকিস্তানের সম্মানই সবার আগে। বাকি সব তারপর।’
নাকভি এ সময় পিসিবি টুর্নামেন্ট আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানান শাহবাজকে। পিসিবি সভাপতি বলেন, পিসিবি পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে পুরোপুরি প্রস্তুত। পাকিস্তান প্রস্তুতি সম্পন্ন করলেও ভারতের অনড় অবস্থানের কারণে আয়োজনকে ঘিরে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে।
এদিকে সবশেষ এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজন করলেও চ্যাম্পিয়নস ট্রফিতে সেটি হতে দিতে চায় না পাকিস্তান। এমনকি জটিলতা এড়াতে ভবিষ্যৎতে সবকিছু লিখিতভাবে করার দাবি তাদের। তবে পরিস্থিতি যতোই জটিল হোক পিসিবি প্রধান নাকভি অবশ্য টুর্নামেন্ট নিয়ে আশাবাদী, ‘ইনশা আল্লাহ, শিগগিরই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সুখবর দিতে পারব।’
ঠিকানা/এএস