কথায় বলে, একটি সুন্দর যুক্তিযুক্ত কথা রত্নের চেয়েও মূল্যবান। একটি চমৎকার অনুপ্রেরণামূলক কথা দুর্বলকে জোগায় শক্তি, দিশেহারাকে দেখায় পথ, অন্ধকারে জ্বালায় আলোর মশাল। হতাশা, ব্যর্থতা, গ্লানির তিক্ত অনুভূতিগুলো যখন ঘিরে ধরে, তখন ঘুরে দাঁড়ানোর জন্য সম্বল হয় একটু আশা, একটুখানি সম্ভাবনার হাতছানি। জীবনের কঠিন সময়গুলোতে আপনার মনোবল ধরে রাখতে হৃদয়ে অনুপ্রেরণা জুগিয়ে যাবে এই লেখাগুলো অনুধাবন করে পড়লে আর মেনে চললে।
স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে। আপনি যদি এখন থেকেই আপনার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলেন, একদিন আপনাকে কাজ করতে হবে অন্যদের অধীনেÑতাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। আপনার স্বপ্ন আর আপনার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিসÑসেটি হচ্ছে অজুহাত! যে মুহূর্ত থেকে আপনি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবেন, সে মুহূর্ত থেকে আপনার স্বপ্ন আর স্বপ্ন থাকবে নাÑসেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে! জীবনকে ভালোবাসুন। ভালোবাসতে ভালোবাসুন। ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবেই। কিন্তু সব উন্মাদনায়ই কিছু আন্তরিকতা মিশে থাকে।
দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। জীবন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা-বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষত-বিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া। সংগ্রাম এবং সাফল্যÑএই তো জীবন! আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া, একটা প্রাঞ্জল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কী অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার জন্য! বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান, আর একদম ঝুঁকিহীন জীবন তো মুরগির খোঁয়াড়ে ধুঁকে ধুঁকে টিকে থাকা।
ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছেই। জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি ছোট্ট ছোট্ট স্মৃতি আনন্দ উপলক্ষে। যত বেশি হাসবেন, যত কম অভিযোগ করবেন, জীবনটা ততই ভরে উঠবে সুখে, পরিতৃপ্তিতে। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারেন।
লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয়, তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে আপনি হয়ে উঠেছেন আরও শক্তিশালী, আরও অভিজ্ঞ, আরও দক্ষÑএটাই তো সত্যিকারের বিজয়! আপনার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু আপনার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়, আমিই তার উদাহরণ! আপনি ভুল করছেন এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে আপনি হাল ছাড়েননি, আপনি চেষ্টা করে চলেছেন।
জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত! প্রতিটি ভুল, প্রতিবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী, আরও পরিণত করে। কখনো ভেঙে পড়বেন না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। জীবনে অনেক বিষয় আছে, যেগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না। কারণ এর বাইরেও আপনার হাতে হাজার হাজার জিনিস রয়েছে, যেগুলো আপনি বিজয় করতে পারেন!
জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সবকিছু ছেড়েছুড়ে হারিয়ে যেতে হয়! সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততই বাঁধভাঙা! ভয় পাওয়ায় দোষের কিছু নেই। কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না, আপনাকে উঠে দাঁড়াতে হবে, ফাইট দিতে হবে, হেরে গেলে আবার নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে। অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়।
অভিজ্ঞতা জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। আপনাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছেন, বিষয়টি আপনি সত্যিকারে উপলব্ধি করতে পারবেন না। প্রতিটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে। আপনি কি সেটি অনুভব করতে জানেন? এই ঝলমলে রোদ যত দিন হাসবে, এই পাখির কলকাকলি, এই গাছের পাতায় হাওয়ার দোলায় ঝিরঝির শব্দ যত দিন আমি শুনব, ভোরের খোলা হাওয়ায় বুকভরে শ্বাস নিতে পারবÑকী করে আমি জীবনকে ভালো না বেসে থাকতে পারি?
কখনো হাল ছেড়ে দেবেন না! এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো আপনাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। খুব শিগগির অসম্ভব চমৎকার একটা কিছু ঘটতে চলেছে আপনার জীবনে, আপনি কি সেটি অনুভব করতে পারেন? আপনি যখন সবাইকে ভালোবাসতে শিখবেন, সবার কল্যাণে কাজ করে যাবেনÑজীবনের ক্লান্তিলগ্নে গিয়ে দেখবেন, মানুষের ভালোবাসায় আপনি একদম আকণ্ঠ ডুবে আছেন! বিশ্বাস করেন, এর চেয়ে পরিতৃপ্তি জীবনে আর কিছুতে হতে পারে না!
পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়-ভালোবাসা, দয়া, আন্তরিকতা দিয়ে। সম্ভাবনা আর বিপদ হাতে হাত রেখে চলে। তাই বলে সম্ভাবনার দ্বার না খুললে কি চলবে? যার নেশা আর পেশা মিলে যায়, তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? ‘কী বলা হচ্ছে’, সেটি হৃদয়ে ধারণ করবেন, ‘কে বলছে’ সেটি বিবেচ্য নয়। পথের ভিখারিও কখনো আপনাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা-কেন হয়েছে, কার কারণে হয়েছে, সেগুলো কেউ জানতে চাইবে না।
আপনি ব্যর্থ হলে তার যন্ত্রণা আপনাকে একদম একাকী সইতে হবে, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবেন না, অন্যদের সুযোগ দেবেন না আপনার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে আপনাকে হবেই-সে প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলেন সামনের দিকে। বিশাল মহাজগতে ক্ষুদ্র বালুকণার চেয়ে ছোট্ট এ পৃথিবী, তার মাঝে ক্ষণিকের এ জীবন। জগতের বুকে একটি আঁচড় না কেটেই হারিয়ে যাবে অতলে! দাম্ভিক হওয়া সহজ, বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তার।
পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে, যখন আপনি একটি লক্ষ্য ঠিক করেছিলেন, সেই লক্ষ্যটি পূরণ করতে পেরেছেন! পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো-আপনি সবার সঙ্গে যেমন ব্যবহার করবেন, যেমন মনোভাব পোষণ করবেন, ঠিক তেমনটাই ফিরে পাবেন প্রতিদানে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা দান করে। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। আপনার জীবনটা কিন্তু একান্তই আপনার, আপনি কী হবেন, কী করবেন, সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারেন কিন্তু তাদের ইচ্ছা আপনার ওপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই কারও। কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো।
জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রত্যেক মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, আপনি সেটি কখনো জানতেও পারবেন না যত দিন না আপনি সেটি চেষ্টা করে দেখছেন। হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি। ছেলেরা পাওয়ার ভেতর দিয়ে মেয়েদের দেয়। আর মেয়েরা দেওয়ার ভেতর দিয়ে ছেলেদের পায়।
জীবনের প্রতিটি ক্ষেত্রে কী পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কী করেছি সেটাই বড় প্রশ্ন। যারা কাপুরুষ, তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। আপনার বাহু, আপনার মাথা আপনাকে টেনে তুলবে, আপনার কপাল নয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম। যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। নিজের বিপদের কথা শত্রুকে বলবেন না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে।
জগতের সবচেয়ে সুন্দর ও মূল্যবান জিনিসগুলো সবচেয়ে অকেজো। উচ্চাশা যেখানে শেষ হয়, সেখান থেকেই শান্তির শুরু হয়। ছবি হলো নীরব কবিতা। আর কবিতা হলো নীরব ছবি, যা কথা বলে। নাস্তিক হচ্ছে নিজের প্রচারিত ধর্মের স্বঘোষিত নবী এবং তার নিজ ধর্মের একমাত্র উম্মত। বন্ধুত্ব একমাত্র সিমেন্ট, যা সব সময় পৃথিবীকে একত্র রাখতে পারবে। স্বপ্ন শুধু হাসায় না, কাঁদায়ও। যে একজনও শত্রু তৈরি করতে পারেনি, সে কারও বন্ধু হতে পারে না।
যেখানে বিজ্ঞান শেষ সেখানে দর্শন শুরু, যেখানে দর্শন শেষ সেখানে ধর্ম শুরু। সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরোনো বন্ধু। সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানে না এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে, তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন। আপনার বন্ধু হচ্ছে সে, যে আপনার সব খারাপ দিক জানে; তবু আপনাকে পছন্দ করে। পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে।
টাকার প্রশ্নে সকলেই এক ধর্মাবলম্বী। বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। সময় চলে যায় না, বরং আমরাই চলে যাই। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। দুঃখ-কষ্ট নিয়েই মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য। যখন আপনার পকেটভর্তি টাকা থাকবে, তখন শুধু আপনি ভুলে যাবেন যে ‘আপনি কে’; কিন্তু যখন আপনার পকেট ফাঁকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে ‘আপনি কে’! পৃথিবী তার মর্জিতেই চলে, আপনার আমার মর্জিতে নয়। তাই মেনে নেওয়া আর মানিয়ে নেওয়াই যোগ্যতা। আর সেই যোগ্যতায়ই সুখী হওয়া যায়। সুন্দর একটা মানুষ না খুঁজে, সুন্দর একটা মন খুঁজুন, তাহলে ভালোবাসায় সফলতা আসবে। যে আপনাকে কষ্ট দেয়, তাকেও আপনি ভালোবাসুন। আর যে আপনাকে ভালোবাসে, তাকে কখনো আপনি কষ্ট দেবেন না। পৃথিবীতে কারও কাছে হয়তো আপনি কিছুই নন, কিন্তু কারও কাছে হয়তো আপনিই তার পৃথিবী।