Thikana News
১৪ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

কালপরিক্রমার হালচাল

কালপরিক্রমার হালচাল
কাঁচের চাকায় ভর করে
অবক্ষয়ে দূরপাল্লার গল্প।
নতুন পুরাতনী, খান্দানী রেওয়াজে
কালজয়ী কাঁটাতারের মিছিল।
সকাল উদগ্রীব, হাতাশার হাওয়া
মনের নার্ভের ভিতর চাওয়া পাওয়া।
লজ্জার গোপমহলে নিষিদ্ধ প্রেম-
লজ্জাবতী, স্বর্ণলতা
রাজ ভোগের কলসচক্রে হেরে যায়,
অজান্তে নামকরণ, সহমরণ;
স্পষ্ট ভাষায় আমুদে জারজ
রাস্তাঘাটে, আনাচে-কানাচে, রাজপথে 
সম্পর্কের ভুক্তভোগী। 
রুক্ষতার চত্বরে মাকড়শার জাল
কালপরিক্রমার হালচাল।
 

কমেন্ট বক্স