Thikana News
২০ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২০ জুলাই ২০২৫

ইলন মাস্কের সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের বৈঠকের কথা অস্বীকার করলো ইরান 

ইলন মাস্কের সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের বৈঠকের কথা অস্বীকার করলো ইরান  ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সহযোগী ইলন মাস্কের সঙ্গে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছে তেহেরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স 

প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের সঙ্গে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম যেভাবে প্রতিবেদন প্রকাশ করেছে তা নিয়ে বিস্মিত ইরান। এছাড়া এই বৈঠকের বিষয়টি ‘স্পষ্টভাবে’ নাকচ করে দিয়েছেন তেহেরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। 

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। গত সোমবার এ বৈঠক হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের পদক্ষেপের বিষয়ে স্পষ্ট ধারণা পেতে অপেক্ষা করছি। এরপরই আমরা আমাদের নীতি বাস্তবায়ন করবো। সুতরাং এই মুহূর্তে ইলন মাস্কের সঙ্গে বৈঠক করার প্রশ্নই ওঠে না। 

আরাগচি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির পক্ষ থেকে এ ধরনের বৈঠক করার বিষয়ে কোনো অনুমতি ছিল না। কারণ ইরানের যাবতীয় সিদ্ধান্তের বিষয়ে তিনিই মতামত দিয়ে থাকেন। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স