Thikana News
১৪ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪


 

আর্জেন্টিনায় ধসে পড়ল ১০ তলা হোটেল

আর্জেন্টিনায় ধসে পড়ল ১০ তলা হোটেল ছবি : সংগৃহীত


আর্জেন্টিনায় একটি ১০ তলা হোটেল ধসে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় ২৯ অক্টোবর (মঙ্গলবার) সকালে দেশটির ভিলা গেসেলে অবস্থিত এই হোটেলটি ধসে পড়ে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত ৯ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আটকা পড়া সবাই নির্মাণ শ্রমিক। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। খবর সিএনএন এর।

হোটেল ধসের ঘটনায় যে ব্যক্তি মারা গেছেন তার বয়স ৮০ বছর বলে ধারণা করা হচ্ছে। তিনি হোটেলটির পাশের একটি বাড়িতে থাকতেন। তবে কীভাবে তিনি মারা গেলেন সেটি এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় তার স্ত্রীকে উদ্ধার করা হলেও তাদের ছেলে ঘটনাস্থলে ছিল কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় একটি সংবাদমাধ্যমে বলা হচ্ছে, হোটেলটিতে সংস্কার কাজ চলছিল। এ ছাড়া গোপনে পৌরসভার অনুমতি ছাড়া এটি চালানো হচ্ছিল।

সিএনএন জানিয়েছে, হোটেলটি বেশ পুরনো, ১৯৮৬ সালে চালু হয়েছিল। এ কারণে এর ভেতরে সংস্কার কাজ চালানো হচ্ছিল। কিন্তু সংস্কার কাজ চালানোর মতো অবস্থা না থাকায় পৌরসভা কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়। তা সত্ত্বেও এটি আবারও চালু করার চেষ্টা করা হলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স