Thikana News
২০ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২০ জুলাই ২০২৫

গণঅভ্যুত্থানে অংশ নেয়া কাউকে  গ্রেপ্তার নয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

গণঅভ্যুত্থানে অংশ নেয়া কাউকে  গ্রেপ্তার নয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গণঅভ্যুত্থানের পক্ষে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে মাঠে থেকে আন্দোলন করেছেন তাদের গ্রেপ্তার বা হয়রানি করা হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ ১৪ অক্টোবর (সোমবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার পতনে গণঅভ্যুত্থানের পক্ষে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে মাঠে থেকে আন্দোলন করেছেন, তাদের বিরুদ্ধে ১৫ই জুলাই হতে ৮ই আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়। একইসঙ্গে অসত্য তথ্য প্রদান করে কোনো সুবিধা অর্জনের বিরুদ্ধেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয় ওই বিবৃতিতে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স