ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ১ অক্টোবর (মঙ্গলবার) একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহেরান। ইসরায়েল সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স
ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এছাড়া সাইরেন শোনা যায় জেরুজালেমেও।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছে, সব ইসরায়েলি বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
রয়টার্সের সাংবাদিকরা ইসরায়েলের পার্শ্ববর্তী জর্ডানের আকাশ থেকে এসব ক্ষেপণাস্ত্র আটকানোর দৃশ্য দেখেছেন। ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে অন্তত শতাধিক ১০০ ক্ষেপণান্ত্র চালিয়েছি ইরান।
দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর প্রেক্ষিতে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান কয়েক ঘণ্টা আগেই সতর্কবার্তা জারি করে যুক্তরাষ্ট্র। এরপরই হামলার ঘটনা ঘটল।
ঠিকানা/এএস