Thikana News
১০ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

হঠাৎ অবসরে বিশ্বকাপজয়ী ফরাসি তারকা গ্রিজম্যান

হঠাৎ অবসরে বিশ্বকাপজয়ী ফরাসি তারকা গ্রিজম্যান ছবি : সংগৃহীত


হঠাৎ করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফ্রান্স জাতীয় দলের তারকা ফুটবলার অ্যান্তোনিও গ্রিজম্যান। ৩০ সেপ্টেম্বর (সোমবার) আকস্মিক অবসরের ঘোষণা দেন বিশ্বকাপজয়ী ফরাসি এ ফরোয়ার্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসর ঘোষণায় গ্রিজম্যান লিখেন, ‘দারুণ এই অধ্যায়ের সব স্মৃতির জন্য ধন্যবাদ। এখন বিদায় বলার সময়। আন্তর্জাতিক ফুটবলে ফরাসি এ তারকা অভিষেক হয় ২০১৪ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে। তার অভিষেকের দুই বছর পরই ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে ফ্রান্স। দলকে শিরোপার মঞ্চে আনতে বড় ভূমিরা রাখেন এই ফরোয়ার্ড।

সেবার ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের কাছে হেরে শিরোপা বঞ্চিত হলেও সেরা ছন্দে নিজের জাত চেনান তিনি। ৭ ম্যাচে ৬ গোল করে জেতেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের শিরোপা জেতে ফ্রান্স। সেখানে দুর্দান্ত ছিলেন তিনি।

৭ ম্যাচে করেছিলেন ৪ গোল। ক্রোয়েশিয়ার বিপক্ষে শিরোপা জয়ের লড়াই জেতেন ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার। ২০২০-২১ সালে ফ্রান্সের জার্সিতে উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতেন তিনি। কাতার বিশ্বকাপের ফাইনালেও খেলে তার দল।

ফ্রান্সের জার্সিতে ১০ বছরেই থামলে পর্দার আড়ালের নায়ক গ্রিজম্যান। জাতীয় দলের জার্সিতে ১৩৫ ম্যাচে গোল করেছেন ৪৪টি। যা ফ্রান্সের জার্সিতে চতুর্থ সর্বোচ্চ। এরই মধ্যে ফ্রান্সের হয়ে সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।

চলতি মাসের শুরুতে বেলজিয়ামের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচটি হয়ে রইল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স