Thikana News
২৪ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

নাওমি ওয়াটসের সঙ্গে একফ্রেমে মেহজাবীন

নাওমি ওয়াটসের সঙ্গে একফ্রেমে মেহজাবীন নাওমি ওয়াটস এবং মেহজাবীন। ছবি : সংগৃহীত
হলিউড অভিনেত্রী নাওমি ওয়াটসের সঙ্গে একফ্রেমে দেশের শীর্ষ অভিনেত্রী মেহজাবীন। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নাওমির সঙ্গে সাক্ষাত হয় মেহজাবীনের। দুজনের সেই ছবি বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।

ক্যারিয়ারের প্রথম ছবি ‘সাবা’ নিয়ে কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রয়েছেন মেহজাবীন চৌধুরী।

৬ সেপ্টেম্বর শুরু হয়েছে এবারের উৎসব। দ্বিতীয় দিন (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে তাঁর অভিনীত ছবিটির প্রিমিয়ার। নির্মাতা মাকসুদ হোসেন ও সহশিল্পী মোস্তফা মনওয়ারের সঙ্গে মেহজাবীন উপস্থিত ছিলেন সেখানে। সেখানেই তাঁদের সঙ্গে দেখা হয় হলিউডের জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী নাওমি ওয়াটসের।

প্রিয় অভিনেত্রীর সঙ্গে ছবি তুললেন তিনজনই। 

ছবিটি ফেসবুকে শেয়ার করে মেহজাবীন জানালেন, তিনি নিজেও ‘দ্য ইম্পসিবল’ অভিনেত্রীর ভক্ত। এদিকে প্রথম প্রদর্শনীর পরই সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে ‘সাবা’। দ্য মুভিয়েবল ফেস্টের রিভিউতে বলা হয়েছে, দর্শকের হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিয়েছে ‘সাবা’।

মেহজাবীনের অভিনয় দক্ষতারও প্রশংসা করেছে তারা।
৭ সেপ্টেম্বর বিশ্ব প্রিমিয়ার হয়েছে ‘সাবা’র। ১১ দিনব্যাপী টরন্টো উৎসবে ‘সাবা’র প্রথম শো ছিল শনিবার! আর উদ্বোধনী প্রদর্শনীর টিকেট পাননি স্বয়ং অভিনেত্রী! উৎসবের ওয়েব সাইটে টিকেট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সব টিকেট শেষ হয়ে গেছে। ৮ সেপ্টেম্বর হয়েছে ‘সাবা’র একটি শো। উৎসবের ওয়েব সাইট দেখে জানা যায়, ৭ ও ৮ তারিখ ছাড়াও উৎসবে ১৪ তারিখে হবে ‘সাবা’র আরেকটি শো।

তবে এখনো দেশে মুক্তি পায়নি ‘সাবা’। আগামী বছরের শুরুর দিকে ছবিটি দেশে মুক্তি পাবে। এর আগে ছবিটি নিয়ে আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা মাকসুদ হোসেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স