Thikana News
১৩ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
দুটি প্যানেল থেকে ৪০টি মনোনয়নপত্র সংগ্রহ

বাংলাদেশ সোসাইটির  নির্বাচন ২৭ অক্টোবর

বাংলাদেশ সোসাইটির  নির্বাচন ২৭ অক্টোবর


নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ অক্টোবর রোববার কার্যকরী পরিষদের ১৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সিটির পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ১৮ হাজার ৬১৩ জন। গত ২২ আগস্ট বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন। 
ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ আগস্ট রোববার ছিল মনোনয়নপত্র সংগ্রহের দিন। এদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী- ১৯টি পদের জন্য দুটি প্যানেল থেকে ৩৮টি এবং দুজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। 
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি জানান, মনোনয়ন পত্র জমা নেওয়া হবে ২ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। এছাড়া মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। 
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বুধবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আপিল ও শুনানি  ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার ৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৮ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রার্থীদের সংখ্যা ও এলাকা বিবেচনা করে এবারের নির্বাচনের জন্য ৫টি ভোট কেন্দ্র করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন ফি ৫ হাজার ৫০০ ডলার। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফি চার হাজার দুইশ ডলার। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ৪ হাজার ৫০০ ডলার, সহ-সভাপতি পদে চার হাজার ডলার, সহ-সাধারণ সম্পাদক পদে দুই হাজার ৭০০ ডলার, কোষাধ্যক্ষ পদে দুই হাজার ৫০০ ডলার, সাংগঠনিক সম্পাদক পদে এক হাজার ৮০০ ডলার, সম্পাদকীয় প্রতিটি পদে এক হাজার ৫০০ ডলার এবং কার্যকরী সদস্য পদে মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ২০০ ডলার। 
প্রধান নির্বাচন কমিশনার জানান, অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন।  
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নিবার্চন কমিশনার মোহাম্মদ এ হাকিম মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ হেলাল উদ্দিন ও আহবাব চৌধুরী খোকন। 
মনোনয়ন ফরম নিলেন ৪০ জন : বাংলাদেশ সোসাইটির নির্বাচনে অংশ নিতে ১৯টি পদের জন্য মোট ৪০টি মনোনয়ন ফরম কিনেছেন প্রার্থীরা। এরমধ্যে দুটি প্যানেলের পক্ষ থেকে ৩৮টি মনোনয়ন ফরম কেনা হয়। স্বতন্ত্রভাবে দুইজন মনোনয়ন ফরম কিনেছেন। ২৫ আগস্ট রোববার সন্ধ্যায় তারা বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 
বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি জানান, সোসাইটির নির্বাচনে অংশ নেওয়ার জন্য দুটি প্যানেলসহ মোট ৪০জন অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে দুটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। এর একটি হচ্ছে আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন সেলিম-আলী প্যানেল। অন্যটি রুহুল আমিন সিদ্দিকী ও জাহিদ মিন্টুর নেতৃত্বাধীন রুহুল-জাহিদ প্যানেল।  
সেলিম-আলী প্যানেল কার্যকরী পরিষদের ১৯টি পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম, মফিজুল ইসলাম রুমি ও কাজী তোফায়েল ইসলামের নেতৃত্বে মোট ১৯টি ফরম সংগ্রহ করা হয়। 
এদিকে রুহুল-জাহিদ প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার জন্য ১৯টি পদের জন্য ১৯টি ফরম তুলেছেন। এসময় রুহুল আমিন সিদ্দিকী, জাহিদ মিন্টু, তাজুল ইসলামসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আবুল কাশেম ও মাহমুদুল হক তন্ত্রভাবে নিজ নিজ মনোনয়ন ফরম তুলেছেন।স্ব
জামাল আহমেদ জনি বলেন, মনোনয়ন ফরম ও প্যাকেজ বিক্রি বাবদ কমিশন অর্থ পেয়েছে প্রায ২০ হাজার ডলার। আমরা আশা করছি ২ সেপ্টেম্বর সোমবার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। এরপর আমরা সেগুলো যাচাই বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত করে করা হবে। 

কমেন্ট বক্স