Thikana News
২৩ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

স্বাধীনতা

স্বাধীনতা
স্বাধীনতা-
এই শব্দটি কখনোই আসে না একা
আমার মনন বোধে
সেই সাথে আসে একাত্তরের বীভৎসতার ছবি
সেইসব স্মৃতি, যা এই দুই চোখে দেখা
রায়েরবাজার বধ্যভূমি, সাভারের স্মৃতিসৌধ
হঠাৎ কালো হাত, বাংলায় তাণ্ডব ভাংচুর
মোহাম্মদপুর টর্চার সেল, শহীদ বুদ্ধিজীবী
মিরপুর, জলাভূমি বশিলার
সহস্র মহান শহীদ মিনার!
পাক হানাদারের গুলি-বারুদ নিণ্ঠুর বুট
পিচাশ মুখ রাইফেল-বেনেট উদ্ধত।
সেই সব হায়েনা-শকুনদের জন্য
বুকের ভেতর জ্বলচে আগুন ঘৃণা আর ক্রোধে।
স্বাধীনতা-
এই শব্দটি কখনোই আসে না একা
আমার মনন বোধে।
সেই সাথে চোখে ভাসে বাংলার অন্ধকার আকাশ
পঁচিশের মার্চ কালরাত
বিধ্বস্ত বিশ্ববিদ্যালয় নিষ্ঠুর ভয়াল আঘাত
জগন্নাথ হল শিক্ষার্থীর লাশ
প্রশিক্ষণ ক্যাম্পের খোঁজে তৃষ্ণার্ত বীর যুবকের
ছুটে চলা শীত বৃষ্টি বর্ষণ তপ্ত রোদে।
স্বাধীনতা-
এই শব্দটি কখনোই আসে না একা
আমার মনন বোধে।
 

কমেন্ট বক্স